Thursday, December 11, 2014


একটি কাল্পনিক কথোপকথন ------------------------------------------------------------- ডাক্তারঃ আজ কেমন আছেন ? মন্ত্রীঃ আজ অনেকটা ভালো। ডাক্তারঃ তবে রিলিজ করি? মন্ত্রীঃ আরও কটা দিন দেখুন না যদি কিছু পান। ডাক্তারঃ আমরা সব রকম ভাবে চেষ্টা করেছি, কিছুই তো পাচ্ছি না। হার্ট , হাত, পা মাথা সব ঠিকঠাক। মন্ত্রীঃ ইদানিং কি সব ওভারি তে সিস্ট না কি সব হয়, সেরকম কিছু বলা যায় না? ডাক্তারঃ আজ্ঞে আমরা গায়নাকোলজিস্ট কেও রিকোয়েস্ট করেছিলাম আপনাকে দেখার জন্য, তিনি ইউ এস জি তে আপনার ফেলোপিয়ান টিউব, ওভারি কিছুই খুঁজে পান নি। মন্ত্রীঃ অদ্ভুত সব ডাক্তার আপনাদের। খুঁজে পান না কি করে? ওদেরকেই চোখের ডাক্তার দেখানো উচিৎ। আমায় কোন একটা রোগে না ধরলে তো সিবিআই তে ধরবে। তখন কি হবে? ডাক্তারঃ এদিকে স্যার আমরা পড়েছি বিপদে। আপনাকে রাখার কোন যুক্তিই তো আর খুঁজে পাচ্ছি না। চাইল্ড স্পেশালিস্টও বলে দিলেন এত বড় চেহারার শিশু উনি দেখবেন না। মন্ত্রীঃ আচ্ছা ওই টিউমার নাকি একটা বলছিলেন না ? ডাক্তারঃ ওটা স্যার ঠিক টিউমার না, আপনার একটি অঙ্গ, যেটি কিনা এখন মাথায় উঠেছে। সেটি যাওয়ার পথে একটি উল্লম্ফন করছিল মাত্র আপনার পিঠের কাছে। মন্ত্রীঃ দূর ছাতা। ভাল্লাগে না, আমি দিদির কাছে যাব। ডাক্তারঃ তার থেকে স্যার ইডির কাছে যান না। ঝামেলাটা মিটিয়ে নিন । মন্ত্রীঃ আরে এই ঝামেলা মেটার নয়, টুম্পাই কি মুখ খুলল? ডাক্তারঃ মুখ খোলার আগেই ওর কাঁছা খুলে গেছে স্যার। মন্ত্রীঃ ওরে বাবা খুব ভয় করছে, কারা যেন গলা টিপতে আসছে। ডাক্তারঃ সারদার আত্মঘাতী এজেন্টরা নয়ত স্যার ? মন্ত্রীঃ তবে কি করি? ডাক্তারঃ স্যার আমি এক দুই তিন গুনছি আপনি পালান। মন্ত্রীঃ দাঁড়ান আমি ৫ মিনিট আসছি। ডাক্তারঃ স্যার ওটা পুরনো হয়ে গেছে। সবাই বুঝে যাবে। আমি গুনছি আপনি ভাগুন। এক - দুই - তিন -----------------------------------

No comments: