শরৎকালের আকাশ টা আজ সাদা নীল
বৃষ্টি গুলো মেঘদের দেখে দরজায় খিল
গুঞ্জা তোমার বাড়ি যাবো এই শনিবার
দেখতে পাবো আলতো হাসি টোল পড়া গাল
বাড়াবো দুহাত সম্পর্কটা বেঁচে থাক
চারপাশ সব অস্থিরতা নিপাত যাক
অনিশ্চিত ভবিষ্যতের পথ পেরোবো
জানি তোমার সাহচর্য পাশে পাবো
এভাবেই থেকো প্রেম অপ্রেমে আমার পাশে
মৃদুমন্দ ভালবাসা জন্ম নিলো আশ্বিন মাসে
শরৎকালের আকাশ টা আজ সাদা নীল
গুঞ্জা তুমি আর আমি অচিনপুরে রোদ ঝিলমিল.
No comments:
Post a Comment